সিলেট ল কলেজ ২০২০-২১ সেশনের ত্রাণ বিতরন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

সিলেট ল কলেজ ২০২০-২১ সেশনের ত্রাণ বিতরন

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
চীন থেকে ভয়াবহ আকারে ছড়ানো করোনা ভাইরাসে দেশেও অচলাবস্থা তৈরি হয়েছে। এ অবস্থায় কর্মহীন, অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে সিলেট ল কলেজ ২০২০-২১ সেশনের শিক্ষার্থীরা।

আজ সকালে বানুগাছ আদমপুর ইউনিয়নের ভানিবিল এলাকায় ত্রিশটি অসহায় পরিবারের নিকট এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য জয়নাল আবেদীন, বন্ধুমহল টিম লিডার আনামুল ইসলাম, জাকির হোসাইন, মেহরান মিসাদ-সহ অত্র গ্রামের মুরব্বীগণ।

সিলেট ল কলেজ ২০২০-২১ সেশনের বন্ধুমহলের পক্ষে আনামুল ইসলাম বলেন,
অসহায়, কর্মহীন, গরীব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস। আমাদের বন্ধুমহলের আর্থিক সহযোগীতা ও উদ্যোগে ত্রিশটি অসহায় পরিবারের নিকট এসব খাদ্যসামগ্রী বিতরণ করেছি।
বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, পেঁয়াজ, আলু, তৈল ইত্যাদি।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages