পটুয়াখালীতে ১৪০০শ বস্তা ত্রাণের চালসহ আটক ২ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

পটুয়াখালীতে ১৪০০শ বস্তা ত্রাণের চালসহ আটক ২

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
পটুয়াখালীর বাউফল উপজেলায় ১৪০০শ বস্তা সরকারি ত্রাণের চালসহ দুই জনকে আটক করেছে বাউফল থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে আটটার দিকে বগা বন্দরে গোডাউনে বস্তা তোলার সময় পুলিশ চাল ব্যবসায়ী শাহজাহান হাওলাদার ও ট্রলার মালিক জয়নাল চৌকিদারকে আটক করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বগা বন্দরে অভিযান চালিয়ে তাদের আটক করে। ‌এসব চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল রয়েছে। শাহজাহান হাওলাদার ও জয়নাল চৌকিদার আটক করা ছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য চাল উত্তোলনের কাজে নিয়োজিত আরো ১০ শ্রমিককে থানায় নেয়া হয়েছে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages