দেশে নতুন আক্রান্ত ২ জন, মোট ৫৬ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

দেশে নতুন আক্রান্ত ২ জন, মোট ৫৬

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
দেশে নতুন করে কভিডে আরো দুজন রোগী শনাক্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। যে দুইজন ধরা পড়েছে তাদের একজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৭০ থেকে ৮০ বছরের মধ্যে। আক্রান্ত দুজনই পুরুষ। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কভিড সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের পরিচালক হাবিবুর রহমান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দুইজনের শরীরে কভিড আছে বলে শনাক্ত হয়েছে। ফলে কভিডে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে।

তিনি আরো বলেন, নতুন করে কেউ মারা যায়নি ফলে কভিডে মৃতের সংখ্যা ছয় জনই রয়েছে।

হাবিবুর রহমান বলেন, নতুন ৫ জনসহ হাসপাতালের আইসোলেশনে ৭৮ জন।

প্রতিদিন ১ হাজার নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং প্রতি উপজেলা থেকে প্রতিদিন ২টি নমুনা সংগ্রহের নির্দেশনাও দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ৪০১ জন দেশে প্রবেশ করেছে। এছাড়া ৩ লাখ ৫৭ হাজার ২৬৫টি পিপিই বিতরণ করা হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ৬৭ হাজার ৪৬৫টি ফোন কল এসেছে স্বাস্থ্য বাতায়নে এবং এখনো পর্যন্ত এখানে মোট ফোনকলের সংখ্যা ১০ লাখ ৪২ হাজার ৯৬২টি। -independent24

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages