করোনায় আক্রান্তের সংখ্যা ১৩শ ছাড়াল কাতারে - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

করোনায় আক্রান্তের সংখ্যা ১৩শ ছাড়াল কাতারে

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
প্রাণঘা’তী করোনাভাইরাসে কাতারে আ’ক্রান্তের সংখ্যা ১৩শ ছাড়িয়েছে। এর মধ্যে দেশটিতে প্রাণঘা’তী এ ভাইরাসে দুজন বাংলাদেশিসহ মৃ’ত্যু হয়েছে তিনজনের।

এদিকে কাতারে করোনাভাইরাসে হয়ে এক সপ্তাহের মধ্যে দুজন বাংলাদেশির মৃ’ত্যু হওয়ায় চরম আ’তঙ্কের মধ্যে দিন কাটছে প্রবাসীদের। দেশটির স্বাস্থ্যসেবার মান উন্নত হওয়ায়, আ’তঙ্কিত না হয়ে সচেতন হওয়া পরামর্শ প্রবাসীদের।

শনিবার (৪ এপ্রিল) নতুন করে ২৫০ জনসহ দেশটিতে এ পর্যন্ত আ’ক্রান্ত হয়েছেন ১৩২৫ জন। কাতারে এ পর্যন্ত ৩২ হাজারেরও বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনায় আ’ক্রান্তদের অন্তত ১০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages