মানবতার জয় হোক, হাত রেখে হাতে - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

মানবতার জয় হোক, হাত রেখে হাতে

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
‘‘মানবতার জয় হোক, হাত রেখে হাতে, 
শীতার্তরা উষ্ণ থাকুক শীতের প্রতিটা রাতে’’

বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নস্থ ‘জনকল্যাণ ইয়াং সোসাইটি’ সৎপুর কর্তৃক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও বাৎসরিক ক্যালেন্ডার এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্পন্ন।

মাওলানা জামাল উদ্দিন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৎপুর কামিল (এম.এ) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৎপুর কামিল (এম.এ) মাদ্রাসার সিনিয়র প্রভাষক আলী নূর হোসেন বিপ্লব, সৎপুর কামিল (এম.এ) মাদ্রাসার সহকারী মৌলভী জনাব ছাদিকুর রহমান, লামাকাজী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার নূরুজ্জামান-সহ উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট্য মুরুব্বীগণ এবং অত্র সোসাইটির সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages