৫ অক্টোবরের অনুষ্ঠান সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা সম্পন্ন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

৫ অক্টোবরের অনুষ্ঠান সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা সম্পন্ন

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

আগামী ৫ই অক্টোবর অনুষ্টিতব্য লালাবাজার ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জননেতা পীর মো: ফয়জুল হক ইকবাল, সিলেট জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর পক্ষ্য থেকে গনসংবর্ধনা অনুষ্টান সফলের লক্ষ্যে আজ সন্ধ্যায় লালাবাজার পাপড়ি রেস্টুরেন্টে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।

এতে উপস্হিত ছিলেন সালেহা নূর চৌধুরী'র প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষবিদ ফালাকুজ্জামান চৌধুরী জগলু, লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লী আফতাব আলী, লালাবাজার স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মুহিদ হোসেন, লালাবাজার কিন্ডার গার্ডেন স্কুল এর প্রতিষ্ঠাতা আমিনুর রহমান চৌধুরী শিফতা, করসনা জামে মসজিদের মুতাওয়াল্লী আব্দুল মুহিত, কাটাদিয়া মোহাম্মাদীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লায়েক আহমদ জিকু, লাইট হাউজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি তরুন সমাজকর্মী আমিনুল ইসলাম আনহার, পাপড়ী রেষ্টুরেন্টের সত্বাধীকারী জুবায়ের আহমদ লিটন, হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া (র:) মডেল মাদরাসার শিক্ষক আব্দুল কাদির, রেইনবো ক্রিকেট ক্লাব( ফুলদী) এর সভাপতি শেরওয়ান আলী, মা-মনি শাড়ী এন্ড কসমেটিকস এর সত্বাধীকারী মাহমদ আলী, সূর্যতরুন যুব সংঘের সেক্রেটারী সাকির আহমদ, সাউথ সুরমা এডোকেশন সোসাইটির সদস্য আবু বক্কর-সহ (প্রমুখ)।

উক্ত সভায় অনুষ্ঠান সফলের লক্ষ্যে এলাকাবাসীর সার্বিক সহযোগীতা ও উপস্হিতি কামনা করা হয়।

সময়ের সংলাপ২৪/ডিএইচ
Comment Using!!

Pages