বাংলাদেশের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে শোয়েব আখতারের টুইট - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বাংলাদেশের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে শোয়েব আখতারের টুইট

Share This

দ্বাদশ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেকর্ডবুকে বাংলাদেশ। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়লো টাইগাররা।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের নিখুত ব্যাটিং পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন শোয়েব আখতার। টাইগারদের ব্যাটিং দেখে মুগ্ধ পাকিস্তানের সাবেক এই পেসার।

বাংলাদেশের ব্যাটিং শেষ হতেই টুইটারে নিজের মুগ্ধতা প্রকাশ করেন শোয়েব। তিনি লিখেছেন, ‘কি নিখুত পারফরম্যান্স বাংলাদেশের। এখন বোলাররা ৩৩০ রান কীভাবে ডিফেন্ড করে সেটি দেখার।’

এর আগে ওভালে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৩০ রান করে বাংলাদেশ। বিশ্বকাপ তো বটেই ওয়ানডে ইতিহাসেই এটি টাইগারদের সবচেয়ে বড় পুঁজি।

এদিকে দক্ষিণ আফ্রিকাকে এই ম্যাচ জিততে হলে করতে হবে রেকর্ড। কেননা এত রান তাড়া করে আগে কখনো জেতেনি কোনো দল।

বিশ্বকাপে এর আগে সর্বোচ্চ ৩২৯ রান তাড়া করে জয়ের নজির আছে। গত ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই রান তাড়া করে জিতেছিল আয়ারল্যান্ড।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ