স্বাস্থ্য পরীক্ষায় মিলেছে ধর্ষণের আলামত - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

স্বাস্থ্য পরীক্ষায় মিলেছে ধর্ষণের আলামত

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সুবর্ণচরে গৃহবধূকে ধর্ষণ


নোয়াখালীর সুবর্ণচরে ছয় সন্তানের মাকে ধর্ষণের সত্যতা প্রমাণিত হয়েছে। নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে।

বুধবার সন্ধ্যায় নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, আন্তরিকতা ও অত্যন্ত গুরুত্বের সঙ্গে খুব দ্রুতই নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন নোয়াখালীর এসপির কার্যালয়ে পাঠানো হয়েছে।

রোববার রাতে স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে নির্বাচনী দ্বন্দ্বে মারধর ও ধর্ষণের শিকার হন ওই নারী। সোমবার এ ঘটনায় মামলা করেন তিনি। মামলায় এ পর্যন্ত পাচজন গ্রেফতার ও একজন আত্মসমর্পণ করেছেন।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages