গান বাজানোর প্রতিবাদে পিটিয়ে হত্যা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

গান বাজানোর প্রতিবাদে পিটিয়ে হত্যা

Share This

ঝালকাঠির নলছিটিতে গভীর রাতে পিকনিকের সাউন্ডবক্স বাজানোর প্রতিবাদ করায় আবদুল জলিল হাওলাদার নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মিরহার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানায়, শুক্রবার বিকেল থেকে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজিয়ে পিকনিক করছিল মিরহার গ্রামের কয়েকজন যুবক। গভীর রাতেও তারা সাউন্ডবক্স বাজালে স্থানীয় আবদুল জলিল হাওলাদার এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে পিকনিকে অংশ নেওয়া মুনিম খান বাপ্পি লাঠি দিয়ে আবদুল জলিলের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ছেলে জিহাদ হাওলাদার অভিযোগ করেন, পিকনিকে বাজানো উচ্চ শব্দের সাউন্ডবক্সের কারণে রাতে কেউ ঘুমাতে পারছিল না। তার বাবা শব্দে অতিষ্ট হয়ে ঘর থেকে বের হয়ে এর প্রতিবাদ করলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এসময় পিকনিকে অংশ নেওয়া কয়েকজন যুবক তাদের বসত ঘরের সামনের অংশ ভাংচুর করে। নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। মানবজমিন

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: