ডি মারিয়ার নৈপুন্যে পিএসজির জয় - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

ডি মারিয়ার নৈপুন্যে পিএসজির জয়

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

ফ্রেঞ্চ কাপের ম্যাচে গতরাতে ডিজনকে উড়িয়ে দিয়ে পিএসজি। নিজেদের মাঠে ডিজনকে ৩-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে দুটি গোল করেন ডি মারিয়া। একটি গোল করেন থমাস মুনিয়ের।

এই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছিল এমবাপ্পেকে। আগে থেকেই ছিলনা নেইমার ও কাভানি। তবুও ম্যাচে এগিয়ে যেতে মাত্র ৮ মিনিট সময় নেয় পিএসজি। ড্রাক্সেলারের পাস থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন ডি মারিয়া।

প্রথমার্ধের ২৭ মিনিটের সময় ব্যবধান দ্বিগুন করেন এই আর্জেন্টাইন তারকা। বিরতি পর্যন্ত ২-০ গোলেই এগিয়ে ছিল তারা।

বিরতির পর ম্যাচের ৭৭ মিনিটে তৃতীয় গোলটি করেন রাইটব্যাক মুনিয়ের। ফলে ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে তারা।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages