সহজ জয়ে ঘুরে দাঁড়ালো রাজশাহী কিংস। নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সকে তারা হারিয়েছে ৭ উইকেটে। অপরদিকে হারের বৃত্ত ভাঙতে পারল না মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা। এনিয়ে টানা তিন ম্যাচে পরাজয়ের স্বাদ পেলে তারা।
লক্ষটা ছিল মামুলি। মাত্র ১১৮ রানের জবাবে খেলতে নেমে দলীয় ১১ রানে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজকে হারায় রাজশাহী। ওই শেষ! এরপর আর আনন্দের উপলক্ষ তৈরি করতে পারেননি খুলনার বোলাররা। যদিও শেষদিকে সমর্থকদের কিছুটা উৎসাহিত করতে পেরেছিলেন মুমিনুল এবং মিরাজের উইকেট তুলে নিয়ে।
এদিন দ্বিতীয় উইকেটেই নেমে আসেন রাজশাহীর তরুণ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মুমিনুল হককে সঙ্গে নিয়ে দলকে সহজ জয়ের বন্দরে নিয়ে যান। দলীয় শতক পূরণের পর ব্যক্তিগত ৪৪ রানে ফেরেন মুমিনুল। আর অর্ধশতক হাঁকানো মিরাজকে দুর্দান্ত লেগব্রেকে বোল্ড করেন জহির খান।
তবে তাতে মোটেও অসুবিধা হয়নি রাজশাহী। বাকি পথটা স্বচ্ছন্দেই পাড়ি দেন সৌম্য সরকার এবং ল্যারি ইভান্স।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা টাইটান্স: ১১৭/৯ (২০) স্টার্লিং ১৬, জুনায়েদ ২৩, জহুরুল ১, মাহমুদুল্লাহ ১১, মালান ২২, আরিফুল ১২, ওয়াইসি ১৪, শরিফুল ১, তাইজুল ৮*, শুভাষিস ০ ; কয়েস আহমেদ ২৪/১, মোস্তাফিজ ১৮/২, সৌম্য ৬/১, সানি ১৯/১, উদানা ১৫/৩।
রাজাশাহী কিংস: ১১৮/৩ (১৮.৫) হাফিজ ৬, মুমিনুল ৪৪, মিরাজ ৫১, সৌম্য ১১*, ইভান্স ১*; তাইজুল ২২/১, জহির ১১/১, স্টার্লিং ৯/১।
নিজেদের তৃতীয় ম্যাচে রাজশাহী কিংসকে ১১৮ রানের টার্গেট দিয়েছে খুলনা টাইটান্স।
মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু মন্দ হয়নি খুলনা। শুরুতে পল স্টার্লিং এবং জুনায়েদ সিদ্দিকী বেশ ভালোই খেলছিলেন। কিন্তু দলীয় ৪০ রানে এবং ব্যক্তিগত ১৬ রানে মোস্তাফিজের বলে মুমিনুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান স্টার্লিং। পরের ওভারেই তার পথ ধরেন অপর ওপেনার জুনায়েদ সিদ্দিকী। তিনি করেন ১৮ বলে ২৩ রান।
জহুরুল হক করেন মাত্র ১ রান। ৬ বল মোকাবেলা করে আরাফাত সানির শিকার হন তিনি। এরপর অধিনায়ক মাহমুদুল্লাহ ক্রিজে স্থায়ী হওয়ার চেষ্টা করে যান। ১৮ বল খেলে মাত্র ১১ রানে তিনি ফেরেন সাজঘরে। এরপর ডেভিড মালান দলকে শতক পার করতে সাহায্য করেন। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৮ বলে ২২ রান করে তিনি ফেরেন সৌম্য সরকারের বলে।
আরিফুল হক, ডেভিড ওয়াইসিরাও জলে উঠতে ব্যর্থ হন।
বল হাতে চার ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। এছাড়া ইসুরু উদানা নিজের চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ