বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে সিসিকে ভোটগ্রহণ সম্পন্ন : গণনা শুরু - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে সিসিকে ভোটগ্রহণ সম্পন্ন : গণনা শুরু

Share This

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। 

সোমবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করপোরেশনগুলোতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। 

জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ এনে সিলেট সিটি করপোরেশনের নির্বাচন বাতিল করে পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী।

সোমবার ভোট শুরুর পাঁচ ঘণ্টা পর বেলা ১টার দিকে বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামানের দপ্তরে এসে তিনি এ দাবি জানান।

এদিকে গোলযোগের অভিযোগের প্রেক্ষিতে নগরীতে ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

এছাড়া খাসদবিরে আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের উপর হামলার চেষ্টা চালায় যুবদল। সোমবার সকাল ১১টার দিকে নগরীর ৫নং ওয়ার্ডের খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

যুবদল নেতা শাহেদ আহমদ নের নেতৃত্বে হামলা চালানোর চেষ্টা করা হয়। কামরানকে ধাক্কা দিয়ে অস্ত্রও প্রদর্শন করেন বলেও অভিযোগ করেছেন মেয়র প্রার্থী কামরান।

পরে পুলিশের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন কামরান। এরপর সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ