স্পোর্টস ডেস্ক: আইপিএল প্রতি বছরই নতুন তারকার জন্ম দেখে। আবার প্রতি বছর বড় নামের পতনও দেখে। চলতি মরসুমও তার ব্যতিক্রম নয়। এক নজরে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত এই মরসুমে প্রতি দলের সবচেয়ে বড় ফ্লপ কারা।
বেন স্টোকস (রাজস্থান রয়্যালস): বল হাতে এখনও পর্যন্ত মাত্র একটি উইকেট পেয়েছেন। ব্যাটেও তেমন রান নেই, সর্বোচ্চ মাত্র ৪৫। সাড়ে ১২ কোটির স্টোকস যেন অতিতের ছায়া মাত্র। তবে ইংরেজ অলরাউন্ডারকে কড়া টক্কর দিতে পারেন জয়দেব উনাদকট।
ক্রিস মরিস (দিল্লি ডেয়ারডেভিলস): দিল্লির অন্যতম ভরসা ভাবা হচ্ছিল এই প্রোটিয়া অলরাউন্ডারকে। কিন্তু তাঁর পারফরম্যান্স এতটাই খারাপ যে, তাঁকে দল থেকেই বাধ্য হয়েছে দিল্লি। পরে চোট পেয়ে দলের বাইরে চলে যান। এখনও পর্যন্ত ৪ ম্যাচে ওভার পিছু ১০ রানের বেশি দিয়ে মাত্র ৩ উইকেট পেয়েছেন তিনি। ব্যাট হাতে মোট রান ৪৬।
অ্যারন ফিঞ্চ (কিংস ইলেভেন পাঞ্জাব): ছয় ম্যাচে মোট রান ২৪। ৬ কোটির বেশি দামের এই অজি তারকা সম্ভবত জীবনের সবচেয়ে খারাপ ফর্মে রয়েছেন।
ঋদ্ধিমান সাহা (সানরাইজার্স হায়দরাবাদ): তিনি দেশের সেরা উইকেটরক্ষক হতে পারেন, কিন্তু ব্যাট হাতে ভয়ঙ্কর খারাপ ফর্মে রয়েছেন। বাংলার এই ক্রিকেটারের ৮ ম্যাচে মোট রান ৭০। গড় মাত্র ১৩।
মিচেল জনসন (কলকাতা নাইট রাইডার্স): এ বারের জনসন যেন পুরনো জনসনের ছায়া। চার ম্যাচে মাত্র দু’উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। বেস প্রাইজ ২ কোটি রুপিতে তাকে দলে নেয় কেকঅার।
সরফরাজ খান (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু): খারাপ ফর্মের জন্য দল থেকে বাদ পড়েছেন। তিন ম্যাচে বেঙ্গালুরুর এই ক্রিকেটার করেছেন মাত্র ১১ রান।স্ট্রাইক রেট মাত্র ৬৫।
কিয়েরন পোলার্ড (মুম্বাই ইন্ডিয়ান্স): ৭ ম্যাচে রান ৭৬। সর্বোচ্চ রান ২৮। স্ট্রাইক রেট ১০৮। প্রায় সাড়ে ৫ কোটির এই ক্যারিবীয় তারকা এ বারের আইপিএলের অন্যতম বড় ফ্লপ।
রবীন্দ্র জাডেজা (চেন্নাই সুপার কিংস): ব্যাট হাতে মোট রান ৪৭, সর্বোচ্চ ১৯। ৮ ম্যাচে মাত্র দু’উইকেট। ভয়ঙ্কর খারাপ ফর্মে রয়েছেন চেন্নাইয়ের এই অলরাউন্ডার।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ