কঠিন প্রশ্ন, তিন নম্বর পজিশনে মুমিনুলের চেয়ে ভালো আর কে হতে পারে? - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

কঠিন প্রশ্ন, তিন নম্বর পজিশনে মুমিনুলের চেয়ে ভালো আর কে হতে পারে?

Share This

স্পোর্টস ডেস্ক: মুমিনুল হক। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এমন দারুন পারফর্মেন্সের নায়ক তিনি। তাকে বলা হয় বাংলাদেশের ব্র্যাডম্যান। আর কেন তাকে বাংলাদেশের ব্র্যাডম্যান বলা হয় সেটা আরেকবার প্রমান করলেন তিনি। টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুত দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ডও তার দখলে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৫১৩ রান। এর মধ্যে একাই ১৭৬ রান করেন মুমিনুল হক। তার স্ট্রাইক রেট ছিল ৮২.২৪ যা ওয়ানডে ক্রিকেটের জন্যও আদর্শ।

দ্বিতীয় ইনিংসেও প্রথম দিকে মারমুখী ভঙ্গিতেই খেলেছিলেন মুমিনুল হক। কিন্তু পরে দলের অবস্থা বুজে কিছুটা আগলে নিয়ে ধীরে ধীরে খেলতে থাকেন তিনি। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ক্রিকেটার।

অথচ এমন পারফর্মেন্সের পরও কি মুমিনুল বাংলাদেশ ওয়ানডে দলে জায়গা পাওয়ার যোগ্য নয়? বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা তিন নম্বর পজিশন। আর এখন কঠিন প্রশ্ন, তিন নম্বর পজিশনে মুমিনুলের চেয়ে ভালো আর কে হতে পারে?

মুমিনুলের ওয়ানডেতেও পারফর্মেন্স খারাপ না। খারাপ ছিল শুধু হাথুরুসিংহের দৃষ্টিভঙ্গি। যে হাথুরু মুমিনুলকে বাতিল বলে চালাতে চেয়েছিল, সেই মুমিনুলই হাথুরুর মুখের ঘ্রাস তুলে নিল। লিগেও নিয়মিতই রান পাচ্ছেন মুমিনুল। কিন্তু তারপরও ওয়ানডেতে জায়গা হচ্ছে না তার। অথচ নাসির, সাব্বির, সৌম্য, ইমরুল কায়েসদের জায়গা ঠিকই হয়ে যাচ্ছে। তাদের চেয়ে কি কোন অংশে খারাপ মুমিনুল? নাকি মুমিনুল দলে আসলে ব্যাটিংটাই হয়ে যেত আরো শক্তিশালী।

এবার কি অন্তত নির্বাচকরা একটু এদিকে দৃষ্টি দিবে? নাকি চোখ বন্ধ করে টেস্ট খেলোয়াড় বলে চালিয়ে দিবে সেটা বলে দিবে সময়ই।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ