এটা না করলে কিন্তু বন্ধ হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

এটা না করলে কিন্তু বন্ধ হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট

Share This

ভুয়ো অ্যাকাউন্ট রুখতে নতুন সিকিউরিটি টেস্ট শুরু করে দিল ফেসবুক। এ বার ফেকবুকে অ্যাকাউন্ট রাখতে হলে নিজের মুখের পরিষ্কার ছবি দিতে হবে।

কোনও ফেকবুক অ্যাকাউন্টে সন্দেহজনক কিছু দেখতে পেলে সংস্থার নিরাপত্তা বিভাগ ইউজারদের বলছে, তাঁদের পরিচয়ের প্রমাণ দিতে। তখন ইউজারকে নিজের মুখের পরিষ্কার একটি ছবি সাইটে আপলোড করতে হবে। সংস্থার পক্ষ থেকে জানানা হয়েছে, কোনও ইউজার ফোটো আপলোড করার পর ফেসবুক তা পরীক্ষা করে দেখবে। ফোটো টেস্ট অথেন্টিকেশন প্রসেসের মাধ্যমে তা করা হবে।

এই পদ্ধতিতেই ফেসবুক ওই ইউজার প্রোফাইল অথেন্টিক কিনা তা জেনে নেবে। ফোটো টেস্ট অথেন্টিকেশন সম্পর্কে জানা গিয়েছে, ছবি পরীক্ষা করার পর তা পুরোপুরি ভাবে সার্ভার থেকে মুছে ফেলা হবে। তবে এই পদ্ধতি সবার ক্ষেত্রেই প্রয়োগ করা হবে, নাকি ‘সন্দেহজনক’ ইউজারদের ক্ষেত্রে প্রয়োগ করা হবে, তা এখনও জানা যায়নি।



জেনুইন অ্যাকাউন্ট হোল্ডারদের চিহ্নিত করতে এই ফোটো টেস্ট অথেন্টিকেশন ছাড়াও আরও বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা বা পদ্ধতি আনতে চলেছে ফেসবুক।

-সময়ের সংলাপ24/ডি-এইচ