স্পোর্টস ডেস্ক: রিও অলিম্পিক ফুটবলে ব্রাজিলের সোনা জয়ে নেইমারের অবদানের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন গাব্রিয়েল জেসুস। দলকে ঐক্যবদ্ধ রাখতে সবার সঙ্গে নেইমার ভাইয়ের মতো আচরণ করতেন বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটির এই খেলোয়াড়।
২০১৬ সালে মারাকানা স্টেডিয়ামে ফাইনালে টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের সোনা জিতে ব্রাজিল।
দলের ওই সাফল্যে নেইমারের ভূমিকা নিয়ে দ্য প্লেয়ার্স ট্রিবিউনে জেসুস লেখেন, “প্রতিযোগিতাটির আগে অন্য সবার মতো আমি নেইমারের শুধু একজন ভক্ত ছিলাম। তিনি অবিশ্বাস্য এক ফুটবলার, যা সবাই জানে। কিন্তু ওই সময়টায় তাকে সত্যিকার অর্থে জানতে শুরু করলাম…বিষয়টা ছিল বিশেষ কিছু।”
“সবাইকে তিনি যেভাবে দেখতেন তা আমাকে বিস্মিত করেছিল।”
“নেইমার সবার সঙ্গে ভাইয়ের মতো আচরণ করতেন। আমাদের একত্রিত হতে পারা, চাপকে উপেক্ষা করা এবং একে অপরের জন্য খেলতে পারার বড় কারণ ছিলেন তিনি।”
সোনার পদক জয়ের পথে ফাইনালের প্রথম গোলটিসহ টুর্নামেন্টে মোট ৪টি গোল করেছিলেন নেইমার।
-সময়ের সংলাপ24/ডি-এইচ