বাংলাদেশ-সাউথ আফ্রিকা প্রথম টেস্টে কোন পাত্তাই পায়নি বাংলাদেশ। ৩৩৩ রানের হারের পাহস্পাসজি মাত্র ৯০ রানে ২য় ইনিংসে অলআউট হয় বাংলাদেশ দল। আর তারপরেই বাংলাদেশের ম্যাচ হার নিয়ে শুরু হয় সমালোচনার। আর নিজেদের এই হারের পিছনের কারন এবার ব্যাখা করলেন টেস্ট অধিনায়ক মুশফিক।
মুশফিক বলেন ,'ভাবতে পারিনি উইকেট এমন ফ্ল্যাট হবে। আমার মনে হয়, প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের বড় স্কোর করতে না পারাটাই আমাদের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে। ১০০’র কমে আমরা কবে আউট হয়েছিলাম, মনে করতে পারছি না। সত্যিই এটা হতাশাজনক। '
মুস্ফিক আরো বলেন ,'পরের টেস্ট ম্যাচে আমরা আরো ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামব। মুমিনুল ও মাহমুদুল্লাহ পজিটিভ ছিল। দ্বিতীয় ইনিংসে মুমিনুল আর মোস্তাফিজ ভালো বল করেছে। আমাদের দরকার মানসিকভাবে কঠিন হওয়া। এই ক্ষেত্রে আমাদের উন্নতি করার দরকার আছে। '
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন