সিলেটভিউ : আকাশকে ছুঁতে চায় - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সিলেটভিউ : আকাশকে ছুঁতে চায়

Share This

আকাশকে ছোঁয়া কিংবা আকাশকে জয় করে নিজের হাতের মুঠোয় নিয়ে আসা কি কখনো সম্ভব! আপাতদৃষ্টিতে সেটা অসম্ভব মনে হলেও স্বপ্নপূরণের মাধ্যমে সেই অসম্ভবকে সম্ভব করা যায়।

মানুষ জন্মান্ত থেকেই কৌতুহলী। তারা জানতে চায় অন্তরীক্ষে কি আছে, তারা আবিষ্কার করতে চায় নতুন নতুন জিনিস, জানতে চায় মহাশূন্যে কি আছে, জয় করতে চায় আকাশকে। তারা তাদের কর্মের মাধ্যমে তাদের সেই স্বপ্নপুরণ করে কৌতুহল মেটায়। আর ঠিক এরকম এক স্বপ্নপুরণের মাধ্যমে কয়েকজন স্বপ্নবাজ তরুণের গড়া সিলেটের প্রথম পূর্ণাঙ্গ অনলাইন সিলেটভিউ২৪ডটকম ছুঁতে চায় আকাশকে।

সেটা কিভাবে সম্ভব বা তাদের স্বপ্নটা কি? তার ব্যাখ্যা জানা যায়, সিলেটভিউ২৪ডটকম'র প্রকাশক এবং সম্পাদক শ্রদ্ধেয় শাহ দিদার আলম চৌধুরী নবেল'র কাছ থেকে।

এবছরের ১৮মে সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয় সিলেটভিউ'র প্রতিনিধি সম্মেলন এবং ৫ম বর্ষে পদার্পন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রায় অর্ধ শতাধিক প্রতিনিধি এবং স্টাফ সাংবাদিকতা বিষয়ে কর্মশালায় দিক নির্দেশনা গ্রহণ করেন।

একটি অনলাইন পত্রিকার নিজস্ব অফিস, ১৫জনের বেশী স্টাফ, ৪০ জনের বেশী প্রতিনিধি দেখে আমন্ত্রিত অথিতিবৃন্দের অনেকেই মন্তব্য করেন, এই সংখ্যক স্টাফ এবং প্রতিনিধি অনেক প্রিন্ট পত্রিকারই নেই।

সে যাইহোক, অনুষ্ঠানে শ্রদ্ধেয় নবেল ভাই সিলেটভিউ, সিলেট বিভাগের মধ্যে প্রথম অবস্থানে থাকা সত্ত্বেও আত্মতুষ্টিতে না ভোগে ঘোষণা দিলেন, সিলেটভিউ শুধু সিলেট বিভাগ কিংবা বাংলাদেশের মধ্যে প্রথম হলেই হবে না, আমাদের লক্ষ্য, আমাদের স্বপ্ন আমরা আকাশ ছুঁতে চাই। কিভাবে সেটা সম্ভব তার একটা সুন্দর যুক্তিও তিনি উপস্থাপন করেছেন।

তিনি জানান, সিলেট বিভাগের অজপাড়াগায়েও যেখানে প্রিন্ট পত্রিকা পৌছায় না সেখানেও সিলেটভিউ'র ৪-৫জন পাঠক পাওয়া যাবে। আর এটা শুধু সম্ভব হয়েছে সিলেটভিউ'র সকল প্রতিনিধির কারণে। তিনি বলেন- শুধু সিলেট বিভাগে নয়, সিলেটভিউ বাংলাদেশের অন্যান্য অনেক জেলায়ও জনপ্রিয়। যার প্রমাণ পাওয়া যায় অন্যান্য জেলায় যেকোনো ঘটনা ঘটে যাওয়ার পর সিলেটভিউতে নিউজ লাগানোর অনুরোধ থেকে। এখানেই শেষ নয়, সিলেটভিউ'র গন্ডি বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সিলেটভিউ'র রয়েছে আমেরিকা, বৃটেন, অস্ট্রেলিয়া, আরব আমিরাত, দুবাই, অস্ট্রিয়াসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। যাদের মাধ্যমে সেখানে বসবাসরত বাঙালীরা সিলেটভিউ'র মাধ্যমে খবরাখবরের সাথে আপডেট থাকেন।

এতোকিছুর পরও থেমে থাকতে চান না শাহ দিদার আলম নবেলের নেতৃত্বে থাকা একঝাক তরুণ। তারা নবেল ভাইয়ের স্বপ্নে অনুপ্রাণিত হয়ে সিলেটভিউকে ছড়িয়ে দিতে চান বাংলাদেশসহ বিশ্বের প্রত্যেকটি ঘরে ঘরে। 

যেদিন বিশ্বের প্রত্যেকটি বাংলাভাষী মানুষ সিলেটভিউ'র পাঠক হবে সেদিন সিলেটভিউ সফল হবে। সেদিন সিলেটভিউএ' আকাশ ছোঁয়ার স্বপ্ন সত্যি হবে।
লেখক: স্টাফ রিপোর্টার, সিলেটভিউ২৪ডটকম।-সময়ের সংলাপ24/ডি-এইচ