সিলেট: বাঙালী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ দিন আজ। নানা আচারের মধ্য দিয়ে শনিবার মহানবমী পালিত হয়। আজ শনিবার শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটবে পাঁচদিন ব্যাপী এই ধর্মীয় উৎসবের। আজ বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দুর্গা। পেছনে ফেলে যাবেন ভক্তদের পাঁচ দিনের আনন্দ-উল্লাস আর বিজয়ার অশ্রু।
প্রতিবারের মতো মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু স¤প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেছেন। পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার মর্ত্যলোকে এসেছিলেন নৌকায় করে। আজ স্বর্গালোকে বিদায় নেবেন ঘোটকে (ঘোড়া) চড়ে।
বিসর্জন আয়োজন সুষ্টু এবং সুন্দভাবে সম্পন্ন করতে পূজা উদযাপন পরিষদ এবং পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত জানান, এবার প্রতিমা বির্সজন মহানগর এলাকায় বিকাল ৪ টা থেকে রাত ৮টার মধ্যে সিলেটের চাঁদনীঘাটে এবং উপজেলা পর্যায়ে সন্ধ্যার মধ্যে শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিমা বিসর্জন ঘিরে যে শোভাযাত্রা করা হয় সেখানে এবার ঢাক-ঢোল এর বাইরে কোনো বদ্যযন্ত্র বা সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। কোনো ধরণের রঙ খেলা বা ছিটানো যাবেনা।
রাত ৮টার মধ্যে বিসর্জন শেষ করতে হবে। শোভাযাত্রা একদিক দিয়ে ঢুকে বিসর্জন দিয়ে অন্য দিক দিয়ে বেরিয়ে যেতে হবে।এবার সিলেট জেলায় ৪শ ৪৯টি মন্ডপে পূজার আয়োজন করা হয়। এছাড়া সিলেট মহানগর এলাকায় ১শ ২৩টি ও সিটি কর্পোরেশন এলাকায় ৪৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়-সময়ের সংলাপ24/ডি-এইচ