পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহের রেকর্ড গড়ার দিনেও শক্ত অবস্থানে আছে শ্রীলংকা। বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পাকিস্তান বনাম শ্রীলংকার প্রথম টেস্টের প্রথম দিন শেষে শ্রীলংকার সংগ্রহ ৪ উইকেটে ২২৭। অধিনায়ক দিনেশ চান্ডিমাল ৬০ ও নিরোশান ডিকভেলা ৪২ রান নিয়ে দিন শেষ করেছেন।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ইনিংসের ১৯তম ওভারে লাহিরু থিরিমান্নেকে এলবিডাব্লিউয়ের এর ফাঁদে ফেলেন ইয়াসির শাহ। তুলে নিন নিজের ১৫০ তম টেস্ট উইকেট। মাত্র ২৭ ম্যাচ খেলেই তিনি এই মাইলফলক স্পর্শ করলেন।
এর চেয়ে কম ম্যাচ খেলে টেস্টে কেউ ১৫০ উইকেট পাননি। এর আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ক্ল্যারি গ্রিমেটের। গ্রিমেটের ১৫০ উইকেট পেতে লেগেছিল ২৮ ম্যাচ। ২০০২ সালে ফার্স্টক্লাস ক্যারিয়ার শুরু করা ইয়াসির শাহের টেস্টে অভিষেক হয় ২০১৪ সালে। এই আবুধাবিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নেন। অফস্পিনার সৈয়দ আজমলের জায়গায় পাকিস্তান দলে জায়গা পাওয়া এই লেগ স্পিনারকে এরপর আর পিছে ফিরে তাকাতে হয় নি।
অবশ্য রেকর্ড গড়ার দিনেও লাইমলাইটের সব আলো নিজের দিকে নিতে পারেননি ইয়াসির শাহ। দুর্দান্ত ব্যাটিংয়ে সেখানে ভাগ বসিয়েছেন শ্রীলংকান ওপেনার দিমুথ করুনারত্নে। ৭০তম ওভারের প্রথম বলে চান্দিমালের সাথে ভুল বোঝাবুঝিতে রানআউট হন করুনারত্নে। আউট হওয়ার আগে করেছেন ৯৩ রান। ২০৫ বলে খেলা এই ইনিংসে বাউন্ডারি মাত্র ৫টি। বোঝাই যায় খুব সাবধানে সামলেছেন ব্যাটিংয়ের একপ্রান্ত। চান্দিমালের সাথে গড়েছেন ১০০ রানের জুটি।
৩৪ রানে প্রথম উইকেট হারানো শ্রীলংকা ৬১ রানেই ৩ ইউকেট হারায়। সেখান থেকেই করুনারত্নে-চান্দিমাল জুটি সাবধানী ব্যাটিং করে এগিয়ে নিয়ে যান দলকে। করুনারত্নের দুর্ভাগ্যজনক রানআউটের পর চান্দিমাল-ডিকভেলার ৬৬ রানের জুটি আর কোন বিপদ ঘটতে দেয়নি। শ্রীলংকার ৪ উইকেটের ২ টি পেয়েছেন স্পিনার ইয়াসির শাহ, ১ টি পেয়েছেন পেসার হাসান আলি। অন্যটি রানআউট।
ইয়াসির শাহ নিশ্চয় চাইবেন রেকর্ড গড়ার ম্যাচে আরো কিছু উইকেট পেতে। আবুধাবির এই মাঠে এর আগের ৯ টেস্টে প্রথমে ব্যাট করা দল হেরেছে মাত্র একবার।শ্রীলংকাও চাইবে তাদের দুঃসময় কাটিয়ে এই মাঠে একটি জয় পেতে। সময়ের সংলাপ24/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন