স্পোর্টস ডেস্ক: স্পোর্টিং লিসবনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে বার্সেলোনা। ২০ সদস্যের স্কোয়াডে ফিরেছেন নেলসন সেমেদো ও জেরার্ড ডেউলেফিউ।
বুধবার পর্তুগালের মাঠে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্পোর্টিংয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম ম্যাচে জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বার্সা। শনিবার জিরোনার বিপক্ষে স্প্যানিশ লা লিগা ম্যাচে বিশ্রামে ছিলেন সেমেদো ও ডেউলেফিউ। তবে স্পোর্টিংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটির জন্য দুই নতুন রিক্রুটকে দলে ডেকেছেন আর্নেস্টো ভালভার্দে।
বার্সেলোনার দ্বিতীয় বিভাগের দল থেকে গোলরক্ষক আদ্রিয়া ওর্তোলাকে 'প্রমোশন' দিয়েছেন ভালভার্দে। অবশ্য তিন গোলরক্ষকের মধ্যে যথারীতি মার্ক টের স্টেগেনই থাকছেন কাতালানদের প্রথম পছন্দ।
২০ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন থমাস ভারমালৈন ও আরদা তুরান। ইনজুরির কারণে রাফিনহা এবং নতুন রিক্রুট উসমান ডেম্বেলে তো লম্বা সময়ের জন্য মাঠের বাইরেই রয়েছেন।
আক্রমণভাগে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গী হতে পারেন ডেউলেফিউ। আবার ব্রাজিলিয়ান তারকা পাওলিনহো প্রথম একাদশে জায়গা পেলে ডেউলেফিউকে থাকতে হবে বেঞ্চে। জিরোনা ম্যাচে জেরার্ড পিকে এবং সের্জিও বুসকেটস বেঞ্চে থাকলেও স্পোর্টিংয়ের বিপক্ষে দুজনই ফিরতে পারেন একাদশে।
বার্সেলোনার স্কোয়াড:
গোলরক্ষক: মার্ক টের স্টেগেন, জেসপার চিলিসেন ও আদ্রিয়া ওর্তোলা
ডিফেন্ডার: জর্ডি আলবা, জেরার্ড পিকে, নেলসন সেমেদো, হাভিয়ের মাসচেরানো, লুকাস ডিনিয়ে, স্যামুয়েল উমতিতি
মিডফিল্ডার: সের্জিও বুসকেটস, সের্জি রবার্তো, পাওলিনহো, ইভান রাকিটিচি, আন্দ্রেস ইনিয়েস্তা, ডেনিস সুয়ারেজ, আন্দ্রে গোমেজ
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, অ্যালেইক্স ভিদাল, ডেউলেফিউ। -সময়ের সংলাপ24/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন