সবাই যখন সেলফি তুলতে ব্যস্ত, তখন পানিতে ডুবে যাচ্ছিল তাদেরই এক বন্ধু। তরুণরা ছবি তোলায় এতটাই মগ্ন ছিলো যে তারা খেয়ালই করেনি সাতার না জানা বন্ধুটি ডুবে গেছে। গোসল সেরে আসার পর তাদের খেয়াল হয় সহপাঠী ভিসোয়াজ নিখোঁজ। পরে পুলিশ এসে পুকুর থেকে উদ্ধার করে ১৭ বছর বয়সী ভিসোয়াজের লাশ।
রোববার ভারতের ব্যাঙ্গালুরুর ন্যাশনাল কলেজের ২৫ শিক্ষার্থী একজন অধ্যাপকের নেতৃত্বে আইটি হাব-এ পিকনিক করতে যায়। তাদের মধ্যে ১২ জনের একটা গ্রুপ হাবের পেছনে ১০ ফুট গভীর একটি পুকুরে গোসল করতে নামে।
গোসল শেষে দলটি একটি মন্দির পরিদর্শনের সময় লক্ষ্য করে ভিসোয়াজ নামের এক শিক্ষার্থী নিখোঁজ। তখনই তাকে খোঁজা শুরু হয়। পরে মোবাইল ফোনে তোলা ছবিতে দেখা যায় সবাই পোজ দিলেও ভিসোয়াজ ডুবে যাচ্ছে।
নিহত ভিসোয়াজের বাবার দাবি কলেজ কর্তৃপক্ষের অবহেলার কারণেই তার ছেলের মৃত্যু হয়েছে। এঘটনায় কলেজ প্রশাসন একটি তদন্ত কমিটি করেছে। ব্যাঙ্গালুরু পুলিশও ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে।
সুত্র: এনডিটিভি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন