ফেসবুকের লাইক বাটনে যুক্ত হয়েছে নতুন আরও কয়েকটি অনুভূতি প্রকাশক চিহ্ন। ফেসবুকে ‘রিঅ্যাকশন্স’ নামের এই নতুন সুবিধা ব্যবহারকারীকে সাদামাটা লাইক দেয়া ছাড়াও একাধিক অনুভূতি প্রকাশে সাহায্য করবে।
তাই এখন কোনো পোস্টে শুধু ‘লাইক’ নয় বরং ভালোবাসা, আনন্দ, দুঃখ, বিস্ময় এবং রাগও প্রকাশ করতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা।
শুরুতে ফেসবুকের এই সুবিধা কয়েকটি দেশের জন্য সীমাবদ্ধ ছিলো। সম্প্রতি বিশ্বজুড়ে কোটি ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করেছে সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক।
ফেসবুকের লাইক বাটনে মাউস নিলেই দেখা যাবে নতুন চিহ্নগুলো। এরপর পছন্দমতো প্রতীকে একটি ক্লিক। ব্যস প্রকাশ পাবে পোস্টটি সম্পর্কে আপনার অনুভূতি।
ফেসবুকের এই লাইক বাটনের নতুন সংযোজনে সাড়া পড়ে গেছে দেশের ফেসবুক পাড়াতেও।
গত দুই দিনে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী নতুন এই বাটনের সুবিধা লুফে নিচ্ছেন। এখন আর আগের মতো লাইক দিয়ে বসে থাকছে না কেউ। পোস্ট নিয়ে নানা মাত্রার অনুভূতি খুব সহজেই প্রকাশ করছে ব্যবহারকারীরা