জাহিদ কে বাঁচাতে এগিয়ে আসুন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

জাহিদ কে বাঁচাতে এগিয়ে আসুন

Share This
ছেলেটার নাম জাহিদুল ইসলাম। মাদারীপুর জেলার প্রত্যন্ত গ্রামের সহজ সরল এক ছেলে। মেধাবী ও বটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বছরের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ২০৮ তম স্থান অধিকার করে ভর্তি হয় অর্থনীতি বিভাগে। কিন্তু ক্লাশ করা হলো না আর। ভর্তি হয়ার ছয় দিনের মাথায় ধরা পড়লো ইউয়িংস সার্কোমা ( এক প্রকার বোন ক্যান্সার) । আমরা যে সময় সবাই মিলে ক্লাশ করছি, টি এস সি তে আড্ডা দিচ্ছি সে সময় জাহিদ হাসপাতালে যন্ত্রণায় কাতড়াচ্ছে।
জাহিদ কে প্রথম ভর্তি করা হয় আনোয়ারা মেডিকেল সেন্টারে, পরে অবস্থার অবনতি হলে নেয়া হয় বাংলাদেশ ক্যান্সার হাসপাতালে। ডাক্তার রা শীঘ্রই কেমো থেরাপি শুরু করার পরামর্শ দেন। কিন্তু প্রথম কেমো দেয়ার পরই জাহিদের দুই পা অবশ হয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য ডাক্তার রা তাকে ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় আর্থিক অবস্থা। জাহিদের বাবা বার্ধক্য জনিত রোগে ভুগছেন, পরিবারের একমাত্র আয়ের অবলম্বন জাহিদের বড় ভাই। পেশায় তিনি বাংলাদেশ পুলিশের একজন কন্সটেবল। যে দেশের সকল নাগরিকের এখনো দুবেলা অন্নের ব্যবস্থা নিশ্চিত হয় নি সেখানে প্রত্যন্ত গ্রামের এক পরিবার কিভাবে এ খরচ বহন করবে!
এই মুহুর্তে আমাদের সকলের সহযোগিতাই পারে জাহিদকে বাঁচাতে। একদিন না হয় রেস্টুরেন্টে নাই বা খেলাম, মোবাইলে না হয় রিচার্জ নাই বা করলাম, একবেলা সিগারেট নাই বা খেলাম। খুব একটা সমস্যা হবে না আমাদের। কিন্তু সেই টাকা দিয়ে হয়ত বেঁচে যাবে জাহিদ। জাহিদের ভিসার আবেদন জমা দেয়া হয়েছে, আশা করি আগামি কালই ভিসা হয়ে যাবে। ইন্ডিয়ায় গিয়ে ডাক্তার দেখানোর আগ পর্যন্ত চিকিৎসার জন্য টাকার পরিমাণ টা একেবারে নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না । তারপরো কেমোথেরাপির খরচ, হাসপাতালে ভর্তি থাকার খরচ, ভারতে যাতায়াত খরচ সব মিলিয়ে আনুমানিক ২০ লাখ টাকার উপর লাগবে।
আশা করছি আমরা সবাই যার যার সাধ্য মত এগিয়ে আসব। ইচ্ছা ছিলো ভারতে যাবার আগেই জাহিদের পরিবারকে কিছু সাহায্য করবার, যাতে ভারতে গিয়ে অসহায় হয়ে না পড়ে এই পরিবার। আমাদের বিশ্ববিদ্যালয় এর আমাদের ব্যাচেরই একজন ছেলে টাকার অভাবে সুচিকিৎসা থেকে বঞ্চিত হবে এটা মেনে নিতে পারছি না। আমাদের কালেক্ট করা টাকা আমাদের মাধ্যমেই জাহিদের পরিবারের হাতে তুলে দেবার ইচ্ছে আছে। তাই সবার সহযোগিতা একান্ত কাম্য।

আর্থিক সহায়তার জন্যঃ
বিকাশঃ 01838713111 (পার্সোনাল নাম্বার)
01736430163 (পার্সোনাল নাম্বার)
ডাচ বাংলা মোবাইল একাউন্টঃ 017364301632
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নংঃ 1011030559125,
মোঃ জসীম উদ্দীন,
দিলকুশা, মতিঝিল ব্রাঞ্চ।
যোগাযোগঃ 01736430163


সংযুক্তি:
মাত্র এক ক্লিকে কীভাবে সব ফ্রেন্ডকে ইভেন্টে ইনভাইট করবেন তা জানতে এখানে ক্লিক করুন:

https://web.facebook.com/events/945192675517078

tinyurl.com/aclickforzahid