ফাইল ছবি |
সিলেট বোর্ডের দেয়া তথ্য মতে, সিলেট বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এবারের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীয় সংখ্যায় বেশী। গত দু’বছরের তুলনায় এবার সর্বাধীক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এবার সিলেট বিভাগের ১১৯টি কেন্দ্রে ৩৭ হাজার ৬৯৭ জন ছাত্র ও ৪৬ হাজার ৮৯০ জন ছাত্রী অংশ নিচ্ছে। যা গত বছর ছাত্র সংখ্যা ছিল ৩২ হাজার ৪৫৩ ও ছাত্রী সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৫৭ জন। এবার সিলেট বোর্ডের অধিনে মোট ৮৪ হাজার ৫৮৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। যা গত বছর ছিল ৭২ হাজার ২১০ জন। এবার বেড়েছে মোট ১২ হাজার ৩২২ শিক্ষার্থী।
এ বছর থেকেই প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা হবে। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে প্রথম দিন কুরআন মাজিদ ও তাজবীদ এবং কারিগরিতে বাংলা-২ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ মার্চ পর্যন্ত এসএসসির তত্ত¡ীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সিলেট বোর্ডের দেয়া তথ্য মতে, বিভাগের চার জেলায় পরীক্ষার্থীদের মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী রয়েছেন ৪২হাজার ২০২জন।
চারটি জেলায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে সিলেট জেলায় ৩১ হাজার ৫২৭জন, হবিগঞ্জে ১৫হাজার ৯৪৯জন, মৌলভীবাজারে ১৯হাজার ৩ ৮৯জন এবং সুনামগঞ্জে ১৭হাজার ৯৬২জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
শিক্ষাবোর্ডের দেয়া তথ্য মতে, সিলেট জেলায় ৪৪টি কেন্দ্রে অংশ নিবেন ৩১ হাজার ৫শ ২৭জন। এদের মধ্যে ছাত্র ও ১৪ হাজার ২৩৮ ছাত্র এবং ১৭ হাজার ২৪৯ জন ছাত্রী।
হবিগঞ্জ জেলায় ২৬টি পরীক্ষা কেন্দ্রে অংশ ১৫ হাজার ৭০৮জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৯৪৯জন ছাত্র ও ৮হাজার ৭৫৯জন ছাত্রী অংশ নিচ্ছেন।
মৌলভীবাজায় জেলায় ২৩টি পরীক্ষা কেন্দ্রে ১৯ হাজার ৩শ ৮৯জন পরীক্ষার্থী অংশ নিবেন। এদের ৮হাজার ৮৯জন ছাত্র ও ১১হাজার ৩০০জন ছাত্রী রয়েছেন। সুনামগঞ্জ জেলায় ২৬টি পরীক্ষা কেন্দ্রে ১৭ হাজার ৯৬২জন পরীক্ষার্থীর মধ্যে ৮হাজার ৩৮১জন ছাত্র ও ৯ হাজার ৫৮১জন ছাত্রী অংশ নিচ্ছেন।
সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মন্নান খান জানান, আজ পহেলা ফেব্রæয়ারি সিলেটসহ দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সিলেটের ১১৯টি কেন্দ্রে পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বোর্ডের ৫টি টিম মাঠে তদারকি করবে। বিভাগের বিভিন্ন জেলা, উপজেলার কেন্দ্রগুলোতে আরো ৫০টি টিম পরীক্ষা তদারকিতে মাঠে থাকেব।