এবার বলিউডে পড়শি (ভিডিও) - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

এবার বলিউডে পড়শি (ভিডিও)

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

ভারতীয় শিল্পীরা হর হামেশাই বাংলাদেশি সিনেমায় প্লেব্যাক করে চলেছেন। এবার বাংলাদেশি শিল্পীদের পালা। বাংলাদেশের পড়শি পেয়ে গেছেন বলিউডের টিকিট। ভারতের প্রতিষ্ঠিত মিউজিক লেবেল টিপসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

গ্লিটজকে পড়শি জানান, ইউটিউবে তার গান ‘মন নাজেহাল’ শোনার পর তাকে প্লেব্যাক করার প্রস্তাব দেয় টিপস কর্তৃপক্ষ। এরপর টিপসের সঙ্গে দুই বছরের চুক্তি করেন তিনি।

সম্প্রতি প্রকাশিত হয়েছে তার গাওয়া প্রথম বলিউডি গান ‘মার যায়ে’ (মরে যাবো)। নতুন সিনেমা ‘লাভশুদা’র এই গানটি মূলত গেয়েছেন পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম। আরেফিন রুমির সঙ্গীতায়োজনে গানটি নতুন করে গেয়েছেন পড়শি।

২৬ জানুয়ারি পড়শির কণ্ঠে ‘মার যায়ে’ ইউটিউবে প্রকাশ করে টিপস। ইতোমধ্যেই ভিডিওটি দেখা হয়েছে ৪৩ হাজার বারেরও বেশি। ভারতীয় শ্রোতাদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছেন পড়শি। এমনকি অনেকেই বলছেন, আতিফের সঙ্গে পড়শি গানটি দ্বৈতভাবে গাইলে আরো ভালো হতো।
এ বছরই টিপস থেকে আরো কয়েকটি সিঙ্গেল প্রকাশিত হবে পড়শির।
Comment Using!!

Pages