প্রথমবারের মত বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে মঞ্চায়িত হল সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ( এমসি) কলেজের নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদের নাটক ‘রংমহাল’।
রবিবার (৯ ডিসেম্বর) সিলেটের একমাত্র সংগঠন হিসেবে ১২৬ বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজ থেকে থিয়েটার মুরারিচাঁদ উপস্থিত হয় বাংলাদেশে এই প্রথম অনুষ্ঠিত হওয়া ক্যাম্পাস থিয়েটার উৎসবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় ‘বাঙলা কলেজ যুব থিয়েটার’ ঢাকা আয়োজন করে এই উৎসবের।
বাংলাদেশের বাচাইকৃত সেরা ১২টি ক্যাম্পাস কে বেছে নেয়া হয় এই উৎসবে। আর তাতে জায়গা নেয় এমসি কলেজের ‘জয় বাংলা ইউত এ্যাওয়ার্ড’ জয়ী এই নাট্য সংগঠনটি।
এর আগে দীর্ঘ একমাস নিয়মিত অনুশীলনের পর ৮ ডিসেম্বর ক্যাম্পাস থিয়েটার উৎসবে অংশ নিতে এমসি কলেজের এই নাট্য সংগঠনের ২৯ সদস্যবিশিষ্ট একটি দল ঢাকায় যায়।
৯ই ডিসেম্বর হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি তে মঞ্চনাটকের মুল প্রদর্শনী। যেখানে রুবাইয়াৎ আহমেদর রচনায়, এবং ইয়াকুব আলি ও বিধান সিংহ'র নির্দেশনায় থিয়েটার মুরারিচাঁদ মঞ্চস্থ করে নাটক ‘রঙমহাল’।
এসময় নাটক দেখতে একাডেমী প্রাঙ্গণে ভিড় জমায় ঢাকার নাট্যপ্রেমী দর্শক ও নাট্যকর্মীরা।
টানা ১মাস অনুশীলন করার ফসল থিয়েটার মুরারিচাঁদের এই নাটক দেখার পর এমসি কলেজের এই নাট্য সংগঠনটির ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আগত নাট্যজনেরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ক্যাম্পাস থিয়েটার ২০১৮' র আহবায়ক হাবিব তাড়াশী, এসময় তিনি থিয়েটার মুরারিচাঁদের রংমহাল নাটকের প্রশংসা করে, ভবিষ্যৎতে এটি ধরে রাখার আহবান জানান।
এতে আর ও উপস্থিত ছিলেন- অভিনয় শিল্পী, নাট্য লেখক ও নাট্য নির্দেশক বাকার বকুল।
তিনি নাটকের সৃজনশীল ভাবনা ও কাজ দেখে রংমহাল নাটকের নির্দেশকদের ধন্যবাদ এবং এর সাথে জড়িত সকল কলাকৌশলিদের কে মানসম্মত একটি নাটক দর্শকদের উপহার দেয়ায় অভিনন্দন জানান।
এসময় তিনি বলেন, নাটকটি দেখে বারবার ই আমি অবাক হয়েছি, দেখার সময় আমার কাছে মনেই হচ্ছিল না যে এটা কোন কলেজ থিয়েটারের নাটক। সত্যিই অসাধারণ মনে হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের অভিনয় শিল্পী মাজেদ আহমেদ বলেন, এমসি কলেজের পারফরমেন্স ভাল হবে জানতাম। কিন্তু এতটা ভালো হবে জানতাম না, যতটা ভাল হলে নাটক দেখে একটি নাট্য দলের প্রশংসায় নাটক শেষে দু চারটা কথা বলার জন্যে খুঁজে বের করতে হয় ।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ