দুই ঘণ্টা আগালো সিলেট টি-টোয়েন্টির সময় - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

দুই ঘণ্টা আগালো সিলেট টি-টোয়েন্টির সময়

Share This

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই শেষ হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ। তৃতীয় এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে এই মাঠেই। দেশের মাটিতে হয়তো বা এটাই মাশরাফি বিন মর্তুজার শেষ ম্যাচ। যে কারণে, সিলেটের লাক্কাতুরায় অবস্থিত স্টেডিয়ামটিতে দর্শকের ভিড়।

ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিলেট থেকেই সংক্ষিপ্ততম সংস্করণের সিরিজ শুরু হবে। ১৭ ডিসেম্বর লাক্কাতুরায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ।

সিলেটের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বিকেল ৪টায়। কিন্তু এই স্টেডিয়ামে সন্ধ্যা নামতে না নামতেউ ঘন কুয়াশায় চারদিক ঢেকে যায়। শিশিরে সয়লাব হয়ে যায় মাঠের ঘাস। এমন পরিস্থিতিতে ক্রিকেট খেলা খুব একটা সম্ভব হয় না। এ চিন্তা থেকে টি-টোয়েন্টির সময়ও এগিয়ে আনা হয়েছে।

২ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে টি-টোয়েন্টি ম্যাচ শুরুর সময়। অর্থ্যাৎ, বিকেল ৪টার পরিবর্তে সিলেটের টি-টোয়েন্টি শুরু হবে দুপুর ২টায়। আজ তৃতীয় ওয়ানডে চলাকালীনই এ তথ্য জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

সন্ধ্যার পর শিশির সমস্যার কারণে এমনিতেই ওয়ানডে ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছিল। ঢাকার ম্যাচ এগিয়ে আনা হয়েছিল এক ঘণ্টা এবং সিলেটের ম্যাচ ২ ঘণ্টা এগিয়ে এনে, বিকেল ২টার পরিবর্তে করা হয় দুপুর ১২টায়।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ