ঐক্যফ্রন্টের রোডমার্চ আজ, টঙ্গী থেকে শুরু - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

ঐক্যফ্রন্টের রোডমার্চ আজ, টঙ্গী থেকে শুরু

Share This

হামলা, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে আজ শনিবার রোডমার্চ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। বেলা ২টায় টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি মাঠে পথসভার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে। পথে বেশ কয়েকটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে ড. কামাল হোসেনের নেতৃত্ব দেয়ার কথা রয়েছে।

ঐক্যফ্রন্টের এ রোডমার্চ ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত হওয়ার কথা থাকলেও তা টঙ্গী থেকে শেরপুর পর্যন্ত হবে। পথে গাজীপুর চৌরাস্তা, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর ও শেরপুরে পথসভা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি জোট।

ঐক্যফ্রন্টের নেতারা জানান, রোডমার্চে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চাওয়া হবে। ভোটারকে ভোটকেন্দ্রে আসতে এবং ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে উৎক্ষাতের আহ্বান জানানো হবে।

মিরপুরে ড. কামালের গাড়িবহরে হামলার পর শুক্রবার পুরানা পল্টনের জামান টাওয়ারে জোটের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান মাহমুদুর রহমান মান্না।

এ সময় তিনি বলেন, হামলার প্রতিবাদে আমরা রোডমার্চ কর্মসূচি ঘোষণা করছি। পথিমধ্যে কয়েকটি জায়গায় পথসভা হবে। ইতোমধ্যে কর্মসূচির বিষয়ে পুলিশকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

তবে অসুস্থ হওয়ায় রোডমার্চে কামাল হোসেনের যাওয়ার ব্যাপারটি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী মাসুদ। তবে আ স ম রবসহ সিনিয়র নেতারা এতে অংশ নেবেন।

এর আগে পল্টনের অস্থায়ী অফিসে জোটের সমন্বয় কমিটির বৈঠকে রোডমার্চ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন গণফোরাম নেতা জগলুল হায়দার।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ