‘অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি’সহ ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা চলছে।
এই সভা দিয়েই ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হচ্ছে। বুধবার দুপুর ২টায় রেজিস্ট্রি মাঠে এই জনসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন সিলেট সিটি মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী৷
প্রধান অতিথি হিসেবে আছেন গণফোরাম নেতা ড. কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেটের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় যোগ দিয়েছে৷
বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য, জেএসডি, ঐক্য প্রক্রিয়ার সমন্বয়ে এই জোট হলেও মূলত জনসভায় বিএনপির নেতাকর্মীরাই সংখ্যাগরিষ্ঠ।
স্থানীয় ঐক্যফ্রন্ট নেতাদের অভিযোগ, জনসভায় লোক সমাগম ঠেকাতে নানা কৌশল নিয়েছে সরকার। মিছিল নিয়ে আসার পথে নেতাকর্মীদের আটক করা হচ্ছে বলে অভিযোগ তাদের৷
এছাড়া গত রাতে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলেও অভিযোগ করা হয়েছে৷
জনসভায় বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য, জেএসডি এবং ঐক্য প্রক্রিয়া ছাড়াও বিএনপি সমর্থিত ২০ দলের ৪টি দলের স্থানীয় নেতাকর্মীরা যোগ দিয়েছেন।
এর মধ্যে রয়েছে খেলাফত মজলিশ, বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (অবঃ) এর কল্যাণ পার্টি, কর্নেল অলি আহমদ এর এলডিপি।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ