লঙ্কানদের বিদায় করে সুপার ফোরে বাংলাদেশ-আফগানিস্তান - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

লঙ্কানদের বিদায় করে সুপার ফোরে বাংলাদেশ-আফগানিস্তান

Share This

আগের ম্যাচের মতোই ফিল্ডিংয়ে বিবর্ণ শ্রীলঙ্কা। বাঁচা-মরার ম্যাচে দায়িত্ব নিতে পারলেন না ব্যাটসম্যানরাও। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে নিজেদের মেলে ধরে লঙ্কানদের বিদায় করে দিয়েছে আফগানিস্তান। এশিয়া কাপের সুপার ফোরে দলটির সঙ্গী বাংলাদেশ।

‘বি’ গ্রুপের ম্যাচে ৯১ রানে জিতেছে আফগানিস্তান। ২৫০ রানের লক্ষ্য তাড়ায় ১৫৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এটাই আফগানদের প্রথম জয়। আর সেই সঙ্গে আফগানিস্তান ও বাংলাদেশ চলে গেল সুপার ফোরে।

বাংলাদেশের সঙ্গে ম্যাচের মতো গতকালও শ্রীলঙ্কা বলতে গেলে অসহায় আত্মসমর্পণ করেছে। ২৫০ রান তাড়া করতে নেমে শুরু থেকে কখনোই জিততে পারবে, সেটা খুব একটা মনে হয়নি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই শ্রীলঙ্কা পিছিয়ে ছিল আফগানদের চেয়ে। আর সেই সঙ্গে নিজেদের জঘন্য রানিং বিটুইন দ্য উইকেট তো ছিলই।

এবারের এশিয়া কাপে অংশ নেয়া ছয় দল খেলছে দুই গ্রুপে ভাগ হয়ে। উভয় গ্রুপ থেকে শীর্ষ দু’দল নিয়ে হবে সুপার ফোর। বি গ্রুপ থেকে আফগানিস্তান-বাংলাদেশ উঠায় ছিটকে গেল শ্রীলংকা। অর্থাৎ এশিয়া কাপের দ্বাদশ আসর থেকে বিদায় নিশ্চিত হলো ম্যাথুস বাহিনীর।

এমনটি হওয়ায় ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার গ্রুপের শেষ ম্যাচটি হয়ে দাঁড়ালো নিয়মরক্ষার। কেবল আনুষ্ঠানিকতা সারতে সেই ম্যাচ খেলতে নামবে দু’দল।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ