বার্তা দেবেন খালেদা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বার্তা দেবেন খালেদা

Share This


ঢাকা : প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচন হতে যাচ্ছে। প্রার্থী মনোনয়ন দেয়ার পর দলের প্রার্থীদের বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকারের হামলা-মামলায় বিপর্যস্ত বিএনপি পৌর নির্বাচন এসেছে রাজনৈতিক মাঠে ঘুরে দাঁড়ানোর সুযোগ নিতে। নির্বাচনী লড়াইয়ে দলটি অনেক হিসাব-নিকাশ করেই পা ফেলছে। দলটির সামনে প্রথম পরীক্ষা সবক'টি পৌরসভার জন্য প্রার্থী চূড়ান্ত করা। এরই মধ্যে নানাভাবে যাচাই-বাছাই করে প্রার্থী মনোনয়ন দিতে শুরু করেছে দলটি। সূত্রে জানা গেছে, মনোনয়ন চূড়ান্ত করার সময় বর্তমান মেয়র, পরিচ্ছন্ন ভাবমূর্তি, বয়সে তরুণ, আন্দোলনে মাঠে থাকা এবং সামাজিক ও পারিবারিক অবস্থান এমন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হয়েছে। যেসব পৌরসভায় বর্তমান মেয়র তাদেরই প্রার্থী হিসেবে রাখা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা বলেন, বিবৃতি দিয়ে পৌর নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে তৃণমূলের নেতাকর্মীদের আহ্বান জানাবেন চেয়ারপারসন। দু’একদিনের মধ্যে এ বিষয়ে বার্তাা পাঠানোর সম্ভাবনা রয়েছে। বিবৃতিতে সবাইকে ভেদাভেদ ভুলে সরকারের দমন-পীড়নের মধ্যে লড়াই করে টিকে থাকার লক্ষ্যে মেয়রদের জয়ী করার আহ্বান থাকবে তিনি। প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার আগেই বিএনপির আশঙ্কা ঘণিভূত হচ্ছে। দলের প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। নির্বাচনের আগে গ্রেফতার বন্ধ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। তাতে ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।